কুলাউড়ার মনু নদীতে ভেসে উঠল নারীর লাশ, পুলিশ বলছে মিয়ানমারের নাগরিক

    জেলা প্রতিনিধি। মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর উজান থেকে ভেসে আসা এক নারীর লাশ উদ্ধার

 

 

জেলা প্রতিনিধি।

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর উজান থেকে ভেসে আসা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) বিকেলে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় মনু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, লাশটি মিয়ানমারের নাগরিকের।

স্থানীয়রা জানায়, লাশের পচন ধরায় চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। চুল লম্বা থাকায় পরিচয় হচ্ছে লাশটি একজন নারীর। পরনে কামিজ ও গায়ে জিন্সের শার্ট পরিহিত ছিল।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম আপছার বলেন, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, লাশের সাথে একটি মোবাইল ফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts