DSF NEWS
ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. উদ্ধার
  5. উদ্বোধন
  6. কুলাউড়া
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. জাতীয়
  10. দুর্ঘটনার খবর
  11. নারী ও শিশু
  12. নির্বাচন
  13. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  14. বিনোদন প্রতিদিন
  15. মাধক
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ার কর্মধায় হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী প্রদান 

DSF NEWS
Rubel Boksh
মার্চ ১, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

 

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতিবন্ধী-অসহায় মানুষদের মাঝে হুইলচেয়ার ও রমজানের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতায় শনিবার (১ মার্চ) উপজেলার কর্মধা ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হয়।

 

প্রবীণ শিক্ষক মো. আব্দুল খালিকের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী আব্দুল ওয়াদুদ সুহাইলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির মৌলভীবাজার জেলা আমির ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: সায়েদ আলী।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কুলাউড়া উপজেলা আমির, সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, জামায়াতে ইসলামীর শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, সহকারী অধ্যাপক মো: আব্দুল আজিজ, কর্মধা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ আবু সুফিয়ান, পৃথিমপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি তাওহীদুর রহমান সিদ্দিকী, কাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আহমদ আল রিপার প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির মো: সায়েদ আলী জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মজিদ লাল মিয়া এবং তাঁর সহধর্মিণী রাবেয়া তাহেরা মজিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর দরবারে উত্তম প্রতিদানের জন্য দোয়া করেন।

 

সংক্ষিপ্ত আলোচনা শেষে কর্মধা ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬০ জন হতদরিদ্র প্রতিবন্ধী মানুষকে ৬০ টি হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় এলাকার অসহায় দরিদ্র ৬০ টি পরিবারের হাতে রমজানের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।