DSF NEWS
ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কুলাউড়া
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনার খবর
  12. নারী ও শিশু
  13. নির্বাচন
  14. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  15. বিনোদন প্রতিদিন
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ার সীমান্তদিয়ে  ভারতীয় নাগরিক  ঢুকে বাংলাদেশী যুবককে কুপিয়ে হত্যা

DSF NEWS
Rubel Boksh
জানুয়ারি ২৭, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

 

রুবেল বখস পাভেল, জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম আহাদ আলী। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার।

 

জানা গেছে, জায়গাসংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে দুপুরে কথাকাটাকাটি হয় আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

 

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহাদ আলীকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

সীমান্তবর্তী এলাকার শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ বলেন, নিহত আহাদ আলী ও ভারতীয় নাগরিক হায়দার আলীর মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল। তবে তাদের মধ্যে জমি নিয়ে কোনো বিরোধ ছিল কিনা, তা নিশ্চিত করা যায়নি।

 

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।