DSF NEWS
ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কুলাউড়া
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনার খবর
  12. নারী ও শিশু
  13. নির্বাচন
  14. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  15. বিনোদন প্রতিদিন
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর ইউপি চেয়ারম্যান উদ্ধার, অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

DSF NEWS
DSF NEWS
জানুয়ারি ৪, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

কামরুল হাসান তামিম, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মৌকরন ইউনিয়নের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণের ৩৪ ঘণ্টা পর ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল। অপহরণের ঘটনায় ডিবি-মিরপুর বিভাগ পাঁচজনকে গ্রেফতার করেছে।

পটুয়াখালীর ইউপি চেয়ারম্যান উদ্ধার, অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

পটুয়াখালীর ইউপি চেয়ারম্যান উদ্ধার, অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন সেলিম। ভোরে কেরানীগঞ্জের ইকরিয়া এলাকায় বাস থামানোর পর ১৪-১৫ জন সশস্ত্র ব্যক্তি বাসে উঠে তাকে অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা তার স্ত্রীর কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযানে নামে ডিবি পুলিশ। ২ জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জের একটি তালাবদ্ধ ঘরের বাথরুম থেকে আহত অবস্থায় চেয়ারম্যানকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা:

১. মোহাম্মদ ফরহাদ (৩৪)
২. তৌফিক রাহাত (২০)
৩. রিপন মাহমুদ নয়ন (২৭)
৪. মো. আমির হোসেন (৬৫)
৫. মোহাম্মদ দিদার (২৫)

আসামিদের জবানবন্দি: গ্রেফতারকৃতদের মধ্যে ফরহাদ জানিয়েছে, পান্নু শেখের নেতৃত্বে ১৫-২০ জন ব্যক্তি এই অপহরণে জড়িত ছিল। ভিকটিমকে হাসনাবাদের একটি ভবনে আটকে রাখা হয়েছিল। মুক্তিপণ আদায়ের জন্য বিভিন্ন বিকাশ নম্বরে এক লাখ টাকা নেওয়া হয়।

উদ্ধারের সময় সেলিম চেয়ারম্যান গুরুতর আহত ছিলেন। তার পরিবার জানিয়েছে, তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেডকোয়ার্টারে আছেন এবং চিকিৎসাধীন।

এ ঘটনায় পটুয়াখালী এবং কেরানীগঞ্জ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপে তাকে উদ্ধার করা হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।