DSF NEWS
ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কুলাউড়া
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনার খবর
  12. নারী ও শিশু
  13. নির্বাচন
  14. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  15. বিনোদন প্রতিদিন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট জেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের নির্মাণ বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ।

DSF NEWS
DSF NEWS
জানুয়ারি ২, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার লালমনিরহাট: লমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রামে কাঁটাতারের বেড়া নির্মাণকালে বিজিবির বাধায় পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১ জানুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন সীমান্তে নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৮/৫১-এস মেইল পিলারের কাছে আনুমানিক ৮০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে। এ সময় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি বাধা প্রদান করে।

এ সময় বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্ত লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৬ ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় সীমান্ত পিলার ডিএএমপি ৮/৫১-এস থেকে আনুমানিক ৮০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন কাজ শুরু করেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বেড়া নির্মাণে বাধা দেয়। বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায়। একপর্যায়ে বিজিবি টহল দলের তীব্র প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হন। এরপর মালামাল সরিয়ে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যান তারা।

এ বিষয়ে বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। উক্ত এলাকায় বিজিবি টহল দলের সার্বক্ষণিক অবস্থানসহ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও আহ্বান করা হয়েছে। বলে আমাদেরকে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।