গলাচিপায় সুদের মহাজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় সুদের মহাজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকসহ সাধারণ ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুর

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় সুদের মহাজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকসহ সাধারণ ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুর ১২টায় গলাচিপা প্রেস ক্লাবে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওষুধ ব্যবসায়ী সুশাÍন্ত কুমার দাসের বিরুদ্ধে ভুক্তভাগীরা এ সংবাদ সম্মেলন করেন।

গলাচিপা মহিলা কলেজের প্রভাষক মো: খোর্শেদ আলম লিখিত অভিযোগ পাঠ করে বলেন, গলাচিপায় শিক্ষকসহ সাধারণ ব্যবসায়ীদেরকে আদালতে চেক দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঔষুধ ব্যবসায়ী হিসেবে পরিচিত সুদের মহাজন প্রতারক সুশান্ত কুমার দাস। সময়মতো চড়া সুদের টাকা পরিশোধ করেও তার কাছ থেকে ভুক্তভোগীরা চেকের পাতা ও অন্যান্য কাগজ উদ্ধার করতে পারে নাই। বরং এ কাগজ ও চেক আটক রেখে ইচ্চামত অংক বসিয়ে বিভিন্ন আদালতে সুশান্ত মিথ্যা মামলা দিয়ে ভুক্তভোগীদেরকে মামলার জালে আটকে দেয়।ভুক্তভোগী আরও বলেন,কাগজ উদ্ধারের জন্য ৯৮ ধারায় মামলা করেও কাগজ উদ্ধার করা যায়নি।

এ বিষয় অভিযুক্ত সুশাÍন্ত কুমার দাস বলেন, সম্প্রতি খোর্শেদসহ কয়েকজন গলাচিপা আর্মির কাছেও আমার বিরুদ্ধে অভিযােগ করেছেন। এর আগে ওরা আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার কোর্টের কাছওে মামলা দিয়েছিল। এগুলো নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ##

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts