ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি রুমান আহমেদ, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সালাম ও সম্পাদক মুফাদ।
বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক রুমান আহমেদের সভাপতিত্বে, সাংবাদিক মোফাদ আহমেদ মুরাদ ও সালমানের সঞ্চালনায়, (২২ ডিসেম্বর) রবিবার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে দুপুর ১২: টা থেকে সম্মেলন শুরু হয়ে বিকাল ০৩: টায় শেষ হয়।
সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ রুমান আহমদ,সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সালাম ও সম্পাদক মুফাদ আহমদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ সহ ৪১ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উদ্বোধক উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ খান প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব ( গভ: রেজি: নং-৯৮৭৩৬/১২) কেন্দ্রীয় কমিটি, প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন সুদর্শন কুমার রায় এডিশনাল এসপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ড. এড. আবু তাহের বিশিষ্ট লেখক ও গবেষক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভীবাজার জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মো: ইয়ামীর আলী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএমএ মুক্তাদীর রাজু, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক বকসী ইকবাল আহমদ, খালেদ চৌধুরী সভাপতি সম্মেলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার, এমদাদুল হক এমাদ চেয়ারম্যান বাস মিনিবাস মালিক গ্রুপ জেলা কমিটি, তাজুদুর রহমান সিনিয়র সাংবাদিক, আব্দুল কাদির কাজল সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা, আব্দুল হান্নান সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা ও কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম।
বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে অতিথিবৃন্দ সহ মৌলভীবাজার জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৬০ জন ছাত্র ছাত্রীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুইজন ছাত্র বক্তব্য রাখেন।