ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

সব ধরনের চরিত্রেই কাজ করতে ভালোবাসি অভিনেতা; মোঃ শামীম

এডি পিনব (নিউজ ডেস্ক):- বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ায় বহুল পরিচিত বাংলা নাটক খোট, বেয়াদব, এখনো ভালবাসি,

এডি পিনব (নিউজ ডেস্ক):- বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ায় বহুল পরিচিত বাংলা নাটক খোট, বেয়াদব, এখনো ভালবাসি, এই দিনটারই সহ জনপ্রিয় ওয়েব ফিল্ম, দুই দিনের দুনিয়া, টাকশাল এর একজন পরিচিত মুখ অভিনেতা মোঃ শামীম। ইমোশনাল চরিত্রের পাশাপাশি বেশিরভাগ সময় কমেডি চরিত্রে দেখা যাচ্ছে গুণী এ অভিনেতাকে। উল্লেখ্য জুতা নিজ দায়িত্বে রাখিবেন ও কঞ্জুশ -২ এর কমেডি পার্ট গুলো টিকটক ও ফেসবুক রিলসে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে আছে। মোঃ শামীম ২০১২ সাল থেকে এখনো রঙ্গনা নাট্য গুষ্টি থিয়েটারের সাথে যুক্ত জনাব সিরাজ হায়দারের হাত ধরে যার পথচলা। এছাড়াও লাইভ স্টেজের পাশাপাশি ২০০৬ সালে বিটিভিতে অন্যরকম ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ সহ ২০০৯ সালে এন টিভি শো হাসু সিজন-১ এর অংশগ্রহণকারী পর ২০১২ সালে সাঈদ তারেখ পরিচালিত এটি এন বাংলার ম্যাগাজিন অনুষ্ঠান কমেডি আর ব্যপক পরিচিতিতে নিয়ে যায় অভিনেতাকে
২০১৩ সালে প্রযোজক, ফাইট ডিরেক্টর দেলোয়ার হোসেন দিলুর হাত ধরে প্রথম বার বাংলা সিনেমা এক পলকের দেখা’ তে কাজের সুযোগ পান গুণী এ অভিনেতা। তারপর থেকে মিডিয়া পাড়ায় ব্যপক নাম জশ শুরু হয় এ শিল্পীর।
মোঃ শামীমের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে খোট, বেয়াদব, এখনো ভালবাসি, এই দিনটারই, এই গল্পের নাম কি, আমি এখানেই থাকবো,প্রিয় বন্ধু নাটক সহ ওয়েব ফিল্ম, দুই দিনের দুনিয়া, টাকশাল কাজগুলো বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এখনো পর্যন্ত পাঁচশত এর বেশি নাটকে কাজ করেছেন এ শিল্পী, কাজের ব্যস্ততার মধ্যে ও আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়ানে মোঃ শামীম জানান যে আমি প্রথমেই স্মরণ করছি মোহাম্মদ নাজমুল হাসান যার ছায়াতলে আমি ঠাঁই পেয়েছিলাম, আমি দর্শকদের জন্য আজ মোঃ শামীম যাদের ভালোবাসা আমার কাজের অনুপ্রেরণার উৎস আমি সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। কাজের পাশাপাশি আরো ভালো নাটক, বিঙ্গাপন, ওয়েভ সিরিজে কাজ করে দর্শক হৃদয়ে আরও পেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ।

এই ক্যাটাগরির আরও খবর পড়ুন  প্রকাশ হলো কণ্ঠশিল্পী এই পি হৃদয়ের "কইলজা পুইড়া গেছে"
Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts