ডেস্ক রিপোর্টঃ মন্দিরের দানবাক্সে পড়ে গেল আইফোন, ভগবানের সম্পত্তি বলে ফেরত দিতে অস্বীকৃতি ভারতের তামিলনাডুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে এক ভক্তের আইফোন অসাবধানতায় দানবাক্সে পড়ে যায়। ফোনটি ফেরত চাইতে গেলে মন্দির কর্তৃপক্ষ এটিকে ভগবানের সম্পত্তি বলে ঘোষণা দেয় এবং ফোনটি ফেরত দিতে অস্বীকৃতি জানায়।র
তামিলনাডুর থিরুপরুরে অবস্থিত আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে এক ভক্ত দীনেশ প্রণামি দিতে গিয়ে অসাবধানতাবশত তার আইফোন দানবাক্সে ফেলে দেন। আইফোনটি ফিরে পেতে তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তবে কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, “যা কিছু দানবাক্সে পড়ে, তা দেবোত্তর সম্পত্তি হয়ে যায়। তাই ফোনটি আর ফেরত দেওয়া সম্ভব নয়।”
দীনেশ হতাশ হয়ে বলেন, “আমি ইচ্ছাকৃতভাবে ফোন দান করিনি। এটি দুর্ঘটনা। কিন্তু মন্দির কর্তৃপক্ষ আমার কথা শোনেনি।”
মন্দিরের একজন কর্মকর্তা জানান, “দানবাক্সে যা কিছু যায়, তা দেবতার সম্পত্তি। এটি মন্দিরের নিয়ম অনুযায়ী ব্যবস্থাপনা করা হয়।”
দীনেশ এখন ফোনটি ফিরে পেতে স্থানীয় প্রশাসন বা আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন। তবে মন্দির কর্তৃপক্ষ তাদের অবস্থান থেকে সরতে নারাজ।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ মন্দির কর্তৃপক্ষের পক্ষে যুক্তি দেখিয়েছেন, আবার অনেকে এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন।
মন্দিরের দানবাক্সে পড়ে যাওয়া কোনো জিনিস ব্যক্তিগত সম্পত্তি হতে পারে কিনা, তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। দীনেশের এই অভিজ্ঞতা আরও অনেককে সচেতন করবে বলে ধারণা করা হচ্ছে।