বালাগঞ্জ ডেকাপুর ইসলামি যুব সংঘ (ডেইযুসের) কমিটি গঠন।

অবিভক্ত বালাগঞ্জের বৃহত্তম অরাজনৈতিক সামাজিক সংগঠন ডেকাপুর ইসলামি যুব সংঘ (রেজি. নং ৯৬/৮৭)’র ২০২৪-২৬ সালের নতুন

Img-20241208-wa0003

অবিভক্ত বালাগঞ্জের বৃহত্তম অরাজনৈতিক সামাজিক সংগঠন ডেকাপুর ইসলামি যুব সংঘ (রেজি. নং ৯৬/৮৭)’র ২০২৪-২৬ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সংঘের কার্যালয়ে এ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংঘের প্রধান উপদেষ্টা ড. মুফতি সৈয়দ শহীদ আহমদ বোগদাদী।

মাওলানা কুহিনূর উদ্দিন চৌধুরী সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে মির্জা অয়েছকে সভাপতি ও শেখ জুয়েল রানাকে সাধারণ সম্পাদক এবং মির্জা এলেমানকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর নতুন কার্যকরী কমিটি দায়িত্ব পালন করবে।

প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন মির্জা আব্দুল হক জালালাবাদী।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ডা.মির্জা আবু নাছের এম রাহেল, সহ সাধারণ সম্পাদক এমুন আলম চৌধুরী, কোষাধ্যক্ষ মির্জা সিরাজ, প্রচার সম্পাদক মো: আবদুল কুদ্দুস বয়াতি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মির্জা শেরওয়ান,অফিস সম্পাদক শেখ আবদুল করিম,পাঠাগার সম্পাদক শেখ আব্দুল বাছিত, সমাজ সেবা সম্পাদক মির্জা আব্দুস শহীদ খসরু।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts