মোঃ ছালা উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, আল্লাহ কুরআনে ইরশাদ করেন, “যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে?” মহানবী (সা.) ইরশাদ করেছেন, “আমি শিক্ষকরূপে প্রেরিত হয়েছি।” তাই শিক্ষার প্রতি ইসলামে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কাউকে দ্বীনের পথে আহবান করতে হলে আপনাকে জানতেই হবে। দ্বীনের প্রচার ও প্রসারে প্রশিক্ষণপ্রাপ্ত একজন মানুষ জ্ঞানে, গুণে ও কৌশলে অন্য সবার চেয়ে এগিয়ে থাকেন। তালামীযে ইসলামিয়া কর্মীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তুলতে চায়। যাতে করে ছাত্রসমাজে দ্বীনি তাহযিব-তামাদ্দুন বিলিয়ে দেওয়ার জন্য একজন কর্মী নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে। এ ধরনের দ্বীনি দাওয়াতি কাজে প্রশিক্ষিত কর্মীর কোনো বিকল্প নেই।

৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, তাহফিযুল কুরআন একাডেমির হলরুমে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. নজমুল হুদা খান, আনজুমানে আল ইসলাহ’র অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী ও সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার।
শাখা সভাপতি মারুফ আলম তালুকদার মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জুবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট (পশ্চিম) জেলার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা সালেহ আহমদ, সাধারণ সম্পাদক হাফিয তৌরিছ আলী, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক হাফিয আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল করিম, প্রচার সম্পাদক হাফিয আবুল কালাম, সংগঠনের বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি শেখ বদরুল আলম, চান্দাইরপাড়া তালামীযের সভাপতি শাহিন আহমদ ও বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সদস্য হাফিয সাইদুল ইসলাম প্রমুখ।