DSF NEWS
ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. উদ্ধার
  5. উদ্বোধন
  6. কুলাউড়া
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. জাতীয়
  10. দুর্ঘটনার খবর
  11. নারী ও শিশু
  12. নির্বাচন
  13. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  14. বিনোদন প্রতিদিন
  15. মাধক
আজকের সর্বশেষ সবখবর

জাহানার কাঞ্চন স্মৃতি পদকে ভূষিত হলো নিসচা বড়লেখা উপজেলা শাখা 

DSF NEWS
Rubel Boksh
ডিসেম্বর ৪, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

 

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

 

 

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শৃঙ্খলা ও সংস্কার প্রণয়নে ও সামাজিক-স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিশেষ অবদান রাখায় প্রথম বারের মতো জাহানারা কাঞ্চন স্মৃতি পদকে ভূষিত হলো নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

 

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরেণ্য সাংবাদিক লিটন এরশাদের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, নাগরিক ঐক্য’র সাংগঠনিক সম্পাদক সাকিব আজাদ, নিসচার কেন্দ্রীয় মহাসচিব এস.এম আজাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কাইয়ূম খান এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

এদিকে সম্প্রতি সময়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়কে শৃঙ্খলা ও সংস্কার প্রণয়নে এবং সামাজিক-স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ভিপি নুরুল হক নুর, সাংবাদিক নেতা মো. শহিদুল ইসলাম, নাগরিক ঐক্য’র সাংগঠনিক সম্পাদক সাকিব আজাদসহ উপস্থিত ব্যক্তিবর্গের নিকট হতে নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক গ্রহণ করেন সংগঠনের সফল সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও দপ্তর সম্পাদক এনাম উদ্দিন।

 

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনারোধে ও সামাজিক-মানবিক এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ২০২২ ও ২০২৪ সালে টানা দ্বিতীয় বারের মতো জাতীয়ভাবে দেশসেরা সংগঠনের স্মীকৃতি অর্জন করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।