হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার)—
মৌলভীবাজারের বড়লেখায় শুক্রবার (২৯ নভেম্বর) বড়লেখা উপজেলার ধর্মীয় ও সামাজিক সংগঠন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্টিত হয়েছে।
বাদ জুম্মা থেকে মধ্যরাত পর্যন্ত পিসি উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন তেলাওয়াত ও ইসলামী নাশিদ উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।
এতে মহাগ্রন্থ আল-কোরআন তেলাওয়াত ও ইসলামী নাশিদ পরিবেশন করেন বিশ্ববিখ্যাত জনপ্রিয় ক্বারী ও ইসলামী সংগীত শিল্পীরা।
সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদের সভাপতিত্বে এবং আবৃত্তিকার ও উপস্থাপক কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তানজানিয়ার বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ ক্বারী ঈদি শা’বান, মিশরের শায়খ ক্বারী ডক্তর সালাহ মুহাম্মদ সুলাইমান, শায়খ ক্বারী সানাদ আব্দুল হামিদ, আফ্রিকার শায়খ ক্বারী আহমেদ হিজা ও চট্টগ্রামে শায়খ ক্বারী আব্বাস উদ্দীন আযহারী, বড়লেখার ক্বারী সাহেদ আহমদ।
সম্মেলনে নাশিদ পরিবেশন করেন কলরবের কিংবদন্তি সংগীত শিল্পী সুরসম্রাট আহমদ আব্দুল্লাহ, আবু উবায়দা।
আলোচনা পেশ করেন বড়লেখা হাজিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মুফতি রুহুল আমীন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক মাওলানা আবিদুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শায়খ মাওলানা বদরুল ইসলাম, মাওলানা শায়খ রমিজুদ্দীন, আলহাজ্ব শায়খ খায়রুল ইসলাম, ক্বারী মনোহর আলী, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল্লাহ খান, ফাউন্ডেশনের পৃষ্টপোষক মাওলানা ইমামুদ্দীন, মুফতি হারুনুর রশীদ, ফরহাদ আহমদ ও আব্দুর রহিম।
অন্যদের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান শাহিন, হাজ্বী আব্দুল নুর, মাস্টার রিয়াজুল ইসলাম, হাজ্বী আব্দুস সাত্তার, আব্দুল কাদির পলাশ ও লুৎফুর রহমান। এসময় উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।