DSF NEWS
ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কুলাউড়া
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনার খবর
  12. নারী ও শিশু
  13. নির্বাচন
  14. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  15. বিনোদন প্রতিদিন
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় ১৫ই আগস্ট বঙ্গবন্ধু স্মরণ সভা শেষে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ 

DSF NEWS
Rubel Boksh
নভেম্বর ২৮, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 

 

 

 

 

 

কুলাউড়া প্রতিনিধি।

মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রলীগ ও বিএনপি’র সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক, ১৫ই আগস্ট -২০২৩) কুলাউড়া ডাক বাংলা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে,কুলাউড়া স্টেশন চৌমহনায় বিএনপির অফিসের সামনে বিএমপি কিছু নেতা কর্মীর জড়ো হয়ে সংঘর্ষে ঘটনা ঘটে, এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা অর্ধশতাধিক আহত ও ঘটনাস্থলে বিএনপি’র এক কর্মী নিহত হয়।নিহত ওই বিএনপির কর্মী পরিবারের পক্ষ থেকে আবুল ফাত্তাহ,পিতা মৃত আঃ হামিদ, কিয়াতলা কাদিপুর ৬নং কাদিপুর, বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন,হত্যা মামলায় আসামি হলেন যারা ১। সিপার উদ্দিন আহমদ (৫০) সাবেক মেয়র কুলাউড়া পৌরসভা,পিতা মৃত আব্দুল বারী ছমরু মিয়া কাচুরকাপন,২। মোঃ রফিকুল ইসলাম রেনু(৭০), সভাপতি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ) পিতা মৃত হাজী মদচ্ছির আলী ভূকশিমইল,৩।আবু সায়হাম রুমেল (৩৩) পিতা জামাল মিয়া, উছলা পাড়া,৪। নিয়াজুল তায়েফ (৩৫) পিতা ফয়জুল ইসলাম,কাদিপুর,৫। এহসান আহমদ টিপু (৩৮) পিতা মোজাহিদ আলী,জয়পাশা,৬। শাহীন আহমদ (৪৮ পিতা -মৃত আব্দুল বারী ছমরু,কাছুরকাপন,৭। আবিদুর রহমান রিসাত(২২) সাধারণ সম্পাদক কুলাউড়া ছাত্রলীগ) পিতা আতাউর রহমান, জগন্নাথপুর, ৮। আকাশ আহমদ (২৬) পিতা আক্তার হোসেন, গাজীপুর, ৯। জাহিদ আল হাসান (২৩) পিতা অজ্ঞাত, ১০।তওফিকুল ইসলাম নাইম(২৩) পিতা অজ্ঞাত, এছাড়াও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয় হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস ছালেক জানান হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে, এ বিষয়ে আরো জানতে চাইলে তিনি বলেন মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা বর্তমান ক্ষমতাশালী আওয়ামী লীগ ও ছাত্রলীগের রানিং কমিটির পদ-পদবীতে রয়েছেন তাই তাদেরকে গ্রেফতার করতে একটু বিলম্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেফতার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।