আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে
Home » কুলাউড়ায় বৈষম্যবিরোধী মামলায় আসামি বিদেশ থেকে উসকানি দেওয়া ছাত্রলীগ নেতা : রিসাত
কুলাউড়ায় বৈষম্যবিরোধী মামলায় আসামি বিদেশ থেকে উসকানি দেওয়া ছাত্রলীগ নেতা : রিসাত
জেলা প্রতিনিধি। কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ২০২৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জেলা প্রতিনিধি।
কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ২০২৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর দেশব্যাপী আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামী করে মামলা দায়ের হয়েছে। আর এসব মামলার বাদী আন্দোলনে নিহতের পরিবার কিংবা ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায় আওয়ামীলীগের শীর্ষ নেতা ও বিদেশ থেকে উসকানি দেওয়া ছাত্রলীগ সহ ৮৩ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে ২৪ আগস্ট পারভেজ মিয়া নামের এক ব্যক্তি মামলা দায়ের করেন। বাদী পারভেজ উপজেলার কাদিপুর ইউনিয়নের কুদ্দুস মিয়া ওরফে কালা মিয়ার ছেলে।পারভেজ মিয়া নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকার কথা মামলায় উল্লেখ করেন।মামলায় আসামিরা হলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু,সহ-সভাপতি এ.কে.এম সফি আহমদ সলমান, শফিউল আলম সফি ও অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদুর রহমান রিসাত,ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ বক্স, কুলাউড়া ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান ও কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৮৩ জন নেতাকর্মী।এরআগে পারভেজ মিয়া মামলার এজাহারে উল্লেখ করেন, ১৮ জুলাই সকাল ১১টার পর কুলাউড়া পৌর শহরে সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে স্লোগান দিলে মামলার প্রধান ১,২,৫,৭,৮,৯ নং আসামি সহ অন্যান্যদের নির্দেশে শহরের মিলিপ্লাজার সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে সাধারণ শিক্ষার্থীকে মারধর করে। জানা যায় গত১৫ ই আগস্ট ২৩) বিএনপির এক কর্মী হত্যার সাথে সম্পৃক্ত প্রধান আসামিদের মধ্যে অন্যতম আবিদুর রহমান রিসাত, বিদেশে থেকে উসকানি ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দাতা।