বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলাম মারা গেছেন

    হানিফ পারভেজ,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি।   বড়লেখা প্রেসক্লাব সদস্য, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি ও ইটাউরী

২০২৪১১২৪ ০০১৮৫৭

 

 

হানিফ পারভেজ,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি।

 

বড়লেখা প্রেসক্লাব সদস্য, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি ও ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মইনুল ইসলাম (৪০) মারা গেছেন।

 

বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

শুক্রবার বাদ জুমআ’ বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মরহুম মইনুল ইসলাম উপজেলার জফরপুর গ্রামের আপ্তাব আলী ও রোসনা বেগমের ছেলে।

 

এদিকে সাংবাদিক ও শিক্ষক মইনুল ইসলামের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান, ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সদস্য লিটন শরীফ প্রমুখ প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

এছাড়াও সাংবাদিক মইনুল ইসলামের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts