হানিফ পারভেজ,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আগর আতরের রাজধানী খ্যাত সুজানগর খাদিমুল কোরআন পরিষদের ২৪তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন শুরু হয়েছে।
শনি বার (১৬ নভেম্বর) থেকে সুজানগর সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে ১ম দিনের মহাসম্মেলনের প্রধান আকর্ষণ হিসেবে তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন বক্তা আলেমে দ্বীন মাওলানা মুফতী জসিম উদ্দিন রহমানী।
খাদিমুল কোরআন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মাহবুব হোসাইন শিবলীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা আবুল হাসান হাদীর পরিচালনায় এতে তাফসীর পেশ করেন আল্লামা খুরশিদ আলম কাসেমী, মুফতী মেরাজুল হক মাজহারী, মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিমগন্জ টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির, পরিষদের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির সুজানগরী, সেক্রেটারি রহিম বক্ত মুসা,সাংবাদিক এম. এম আতিকুর রহমান,পরিষদের অন্যতম সদস্য আদনান প্রমুখ।
পরিষদের নেতৃবৃন্দ জানান, ৩দিন ব্যাপী মাহফিলের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসীরে কোরআনরা ইতোমধ্যে আসছেন। শেষ পর্যন্ত তাফসীরুল কোরআন মহাসম্মেলন সফল করতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।