এডি পিনব (নিউজ ডেস্ক):- ঢাকাইয়া সিনেমার এক সময়ের ব্যস্ততম অভিনেতা ছিলেন নায়ক রাজ রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ, ব্যর্থ প্রেমিকের চরিত্রে তার খ্যাতি এখনো জনপ্রিয়তার শীর্ষে। সম্প্রতি ফারুকি উপদেষ্টা বিতর্কে বাপ্পারাজের অনেক ভক্তরা তাকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা হওয়ার ট্রলে এবার মুখ খুললেন বাপ্পারাজ নিজে। তার পোস্টে নির্মাতা সাফি উদ্দিন সাফি লিখেছেন যে সফল প্রেমের অনেক ছবি আছে আপনার তাই জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেমবিষয়ক উপদেষ্টা করার। এছাড়াও তাকে ব্যর্থ প্রেম বিষয়ক বিভিন্ন উক্তি উল্লেখ করেছেন ভক্তরা।
নিজের কাজ স্বম্পর্কে বাপ্পারাজ আরো জানান যে একই ধাচের চরিত্রের বাহিরে এসে কাজ করতে চান তিনি নতুন চরিত্রের সাথে বয়সের তারতম্য বজায় রাখে চরিত্র বেঁচে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য তিনি ছবির পাশাপাশি অনেক নাটকো পরিচালনা করেছেন নিজে।