DSF NEWS
ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. উদ্ধার
  5. উদ্বোধন
  6. কুলাউড়া
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. জাতীয়
  10. দুর্ঘটনার খবর
  11. নারী ও শিশু
  12. নির্বাচন
  13. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  14. বিনোদন প্রতিদিন
  15. মাধক
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখার রাসেল পেলেন সোশ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড

DSF NEWS
Rubel Boksh
নভেম্বর ১০, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

 

 

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

 

শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে সোশ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল।

 

শনিবার(০৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ন্যাশনাল ইয়ুথ ফোরামের উদ্যোগে দেশের সর্ববৃহৎ যুব কনভেনশন  আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪’ শীর্ষক এক অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাইফুল আলম রাসেলের হাতে ক্রেস্ট তুলে দেন।

 

ন্যাশনাল ইয়ুথ ফোরামের সভাপতি আমিনুল ইসলাম মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সভাপতি  জোনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, গণমাধ্যম ব্যক্তিত্ব জামিল আহমদ, ইয়ুথ ফোরামের উপদেষ্টা  মেহেরুন্নেসা হক, ইয়ুথ ফোরামের সিইও তানজিনা নওসিন, চেয়ার সাইফ ইউ কাজল, সোহান হাফিজ মেহেদি হাসান মিঠু, শফিউল কবির, জেরিন আনজুম ও আয়ান আহমেদ প্রমুখ।

 

এদিকে সোশ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় সাইফুল আলম রাসেলকে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে  অভিনন্দন জানানো হয়েছে।

 

উল্লেখ্য, সাইফুল আলম রাসেল পর্তুগাল প্রবাসী হলেও বর্তমানে তিনি দেশে অবস্থান করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি  জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। রাসেল বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মুড়িরগুল (উপজেলা চত্বর) এলাকার বাসিন্দা অবসরপাপ্ত সরকারি কর্মকর্তা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম এবং বেগম চাঁদ উসমানী দম্পতির বড় ছেলে। পারিবারিক জীবনে রাসেল এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী সেলিনা পারভীন ইতিও একজন সরকারি চাকরিজীবী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।