হানিফ পারভেজ : প্রতিনিধি বড়লেখা(মৌলভীবাজার)
মৌলভীবাজারের বড়লেখায় ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) রাতে স্থানীয় ইয়েলো ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহত্তর গাজিটেকা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বৃহত্তর গাজিটেকা গ্রামের প্রবীণ মুরব্বি মখলিছুর রহমানের সভাপতিত্বে ও ইক্বরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের শেরে বাংলা নগর থানা জামায়াতে ইসলামীর আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, জামায়াতে ইসলামী বড়লেখা পৌরসভার সভাপতি জুবায়ের আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়লেখা সরকারি কলেজের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হাসান, বৃহত্তর গাজিটেকা যুব সমাজের সভাপতি ও বড়লেখা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নাজমুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়লেখা শহর শাখা সভাপতি হুমায়ন কবির সাজু, বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম প্রমুখ।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক এমাদ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মামুন হুসাইন। ইসলামি সংগীত পরিবেশন করেছেন বড়লেখা সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও দিশারী শিল্পীগোষ্ঠী সিলেট।