পলিথিন ব্যাগ ব্যবহারে হতে পারে শাস্তি, আজ থেকে মাঠে মোবাইল কোট

এডি পিনব (নিউজ ডেস্ক):- পলিথিন ব্যাগ ব্যবহারে হতে পারে শাস্তি, আজ থেকে মাঠে মোবাইল কোট রোববার

পলিথিন ব্যাগ ব্যবহারে হতে পারে শাস্তি

এডি পিনব (নিউজ ডেস্ক):- পলিথিন ব্যাগ ব্যবহারে হতে পারে শাস্তি, আজ থেকে মাঠে মোবাইল কোট রোববার (৩ নভেম্বর) থেকে পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।পলিথিন উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের সিদ্ধান্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস শনিবার ২ নভেম্বর গণমাধ্যমকে জানান.

জানা যায় শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বন্ধ ছিল। তবে অদ্য রোববার থেকে মনিটরিং কার্যক্রম অব্যাহতি থাকবে।

তপন কুমার বিশ্বাস আরও বলেন, সবাই শুধু বলছেন বিকল্প কিছু আনতে। অথচ তারা জানেন না যে, বাজারে ইতোমধ্যে বিকল্প অনেক কিছুই রয়েছে। তা ছাড়া সরকারও এ বিষয় নিয়ে খুবই তৎপর। বিকল্প উৎপাদনের জন্য কাজ করা হচ্ছে। যাতে বাজারে সবাই হাতের নাগালে পেতে পারে।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts