হানিফ পারভেজ : প্রতিনিধি বড়লেখা।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌর শহরের হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুদীর্ঘ দিনের ইমাম ও খতিব ক্বারি মনোহর আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আজ ২৫ অক্টোবর বাদ জুমা জামে মসজিদ প্রাঙ্গণে শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সংবর্ধনা স্মারক দেয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এম. এম আতিকুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফয়জুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, সদস্য আব্দুল লতিফ, ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী ফয়জুর রহমান প্রমুখ।
প্রসিদ্ধ ক্বারি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব মনোহর আলী সাহেব প্রায় ৬২ বছর আগে বিয়ানীবাজার উপজেলা থেকে বড়লেখা হাজীগঞ্জ বাজারের বড় মসজিদে ইমাম ও খতিব হিসেবে যোগদান করেন। তিনি এখানে এসে ইমামতির পাশাপাশি হুজরাখানায় ছাত্র এবং সাধারণ মানুষের মধ্যে কোরআনুল কারিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিতে শুরু করেন। এতে বিভিন্ন শ্রেণি পেশার সম্মানিত মুসলমানদের অংশগ্রহণে একটি মাদরাসায় রূপ ধারণ করে। ক্বারি সাহেবের শ্রম সাধনায় হাজার হাজার ছাত্র কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে আজ দেশে প্রবাসে ভালো অবস্থানে রয়েছেন। তাঁর এ অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশন হুজুরের জীবদ্দশায় সংবর্ধনা স্মারক প্রদান করে।
তিনি বর্তমানে বড়লেখা পৌরসভার ৪ নং ওয়ার্ডে নিজস্ব বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন।
শতবর্ষী এ প্রাজ্ঞ ব্যক্তিত্বের আমরা সুস্থতা এবং নেক হায়াত কামনা করছি অনন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়।