চাঁদপুরে প্রয়োজনীয় টাকা না পাওয়ায় গেটে তালা দিলো গ্রাহকেরা

নিউজ ডেস্ক (এডি পিনব):- চাঁদপুরের সোশ্যাল ইসলামি ব্যাংকের গ্রাহকের টাকা না তুলতে পারায় ক্ষুব্ধ হয়ে ব্যাংক

Img-20241023-wa0003

নিউজ ডেস্ক (এডি পিনব):-
চাঁদপুরের সোশ্যাল ইসলামি ব্যাংকের গ্রাহকের টাকা না তুলতে পারায় ক্ষুব্ধ হয়ে ব্যাংক গেটে তালা দিলেন গ্রাহকেরা, বিষয়টি জানতে পেরে চাঁদপুর থানার পুলিশ এসে গ্রাহক ও ব্যাংক কমিটির সাথে করে বিষয়টি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন, পরে পুলিশের সমজতায় গেটের তালা খোলে দেয়া হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেখানকার ব্যাংক ম্যানাজার মাহবুব আলম জানান যে বর্তমান পরিস্থিতিতে আমাদের কিছু করার নেই তবে তিনি সবাইকে আশ্বাস দিয়ে বলেন আগামী ২-৩ মাসের মধ্যে বিষয়টি সমাধান হবে বলে মনে হয়।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts