DSF NEWS
ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. উদ্ধার
  5. উদ্বোধন
  6. কুলাউড়া
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. জাতীয়
  10. দুর্ঘটনার খবর
  11. নারী ও শিশু
  12. নির্বাচন
  13. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  14. বিনোদন প্রতিদিন
  15. মাধক
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

DSF NEWS
Rubel Boksh
অক্টোবর ২২, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

 

 

হানিফ পারভেজ : প্রতিনিধি বড়লেখা ।

 

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও নিসচা বড়লেখা শাখার তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্ত্বরে র‍্যালীর পূর্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে বক্তব্য দেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা প্রীতম সিকদার জয়, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, নিসচা বড়লেখা শাখার উপদেষ্টা সাংবাদিক আব্দুর রব, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিজিবি প্রতিনিধি জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, নিসচা সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, আমান হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রচার সম্পাদক রেদওয়ান রুম্মান, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়য়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, প্রকাশনা সম্পাদক গণেশ কর, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, আশফাক আহমদ, অজিত রবিদাস, সাহেদ আহমদ পাবেল, এহসান আহমদ, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, ছাদিকুর রহমান, আফজাল হোসেন রুমেল, মাহিনুর ইসলাম মাহিন, ছায়দুল আহমদ, মজনুর রহমান, রেজাউল হক প্রমূখ।

সভায় বক্তারা বলেন, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনে প্রিয়তমা সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়কে হারিয়ে সেই শোককে শক্তিতে পরিণত করে গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলন। ‘সড়ক দুর্ঘটনা’ নিছক নিয়তি নয়, এটা মানবসৃষ্ট একটি ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণের জন্যই একলা ডিসেম্বর ১৯৯৩ সালে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের জন্ম হয়েছে।

জাতীয় সামাজিক সংগঠন নিসচার কার্যক্রম কারো বিরুদ্ধে নয়, এটা সামাজিক সংগঠন। সমাজের সকলকে নিয়ে নিসচা আন্দোলন করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়েই বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে নিসচা কর্মীরা অঙ্গীকারবদ্ধ।

এসময় সড়ক দুর্ঘটনারোধে শৃঙ্খলা ফেরাতে নিসচা নেতৃবৃন্দদের নিয়ে সড়ক নিরাপত্তা কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অন্তর্ভুক্ত করার আশবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে দুপুর ১২ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সদস্য সচিব জমির উদ্দিনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।