কুলাউড়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন: এসপি জাহাঙ্গীর
জেলা প্রতিনিধি। কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাদিপুর শিববাড়িসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন
জেলা প্রতিনিধি।
কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাদিপুর শিববাড়িসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।রোজ -বৃহস্পতিবার (৩ অক্টোবর ২৪)দুপুরে কুলাউড়াবিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন , এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, কুলাউড়া (সার্কেল) দীপঙ্কর ঘোষ, কুলাউড়া থানার (ওসি) মো: গোলাম আপছার, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং পূজায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস প্রদান করেন।এসময় আরো উপস্থিত ছিলেন, শিববাড়ি মন্দির সদস্য আচার্য্য পুলক সোম, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, ইউপি সদস্য, মো.আবুল ফাত্তাহ ফাহিম, পেকুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, মহিলা ইউপি সদস্য জেলি বেগম, জামায়াতে ইসলামী কাদিপুর (ইউপি)সভাপতি আব্দুল করিম, সেক্রেটারি সোলেমান আহমদ, সাবেক ইউপি সদস্য সাহিদ আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।