আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে
Home » মৌলভীবাজারে জমিয়তের শায়খুল হিন্দ কনফারেন্স অনুষ্ঠিত।
জেলা প্রতিনিধি। প্রতিটি নেতাকর্মীদেরকে শায়খুল হিন্দের চেতনায় উজ্জীবিত হতে হওয়ার আহবান।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার
জেলা প্রতিনিধি।
প্রতিটি নেতাকর্মীদেরকে শায়খুল হিন্দের চেতনায় উজ্জীবিত হতে হওয়ার আহবান।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে আজ ২৮ অক্টোবর শনিবার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।জেলা আহবায়ক অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা জামিল আহমদ আনসারী ও যুগ্ম সদস্য সচিব মুফতি আশরাফুল হকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, জেলা জমিয়তের উপদেষ্ঠা মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ফজলুল করিম কাসেমী, সিলেট জেলা সভাপতি মুফতি মজিবুর রহমান, সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহিমুল হক প্রমুখ।