কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না শ্রীমঙ্গলে আটক

  প্রতিনিধি কুলাউড়া। কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান

IMG 20240924 WA0003

 

প্রতিনিধি কুলাউড়া।

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।(২৪ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফ°তার করা হয়।গ্রেফ°তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি জানান, সকালে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাপুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে মান্নাকে গ্রেপ্তার করা হয়। তার বি°রুদ্ধে থানায় বিস্ফো°রক আইনে মা’ম’লা রয়েছে।ওসি আরও বলেন, গ্রে’ফ’তা’রের পর দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts